অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাই
এএফসি এশিয়ান কাপের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশের দুটি নারী দল। গত জুলাইয়ে মিয়ানমারে বাছাই পর্ব উতরে এশিয়ান কাপের মূল পর্বে ওঠার ইতিহাস গড়ে বাংলাদেশ জাতীয় নারী দল। এরপর অনূর্ধ্ব-২০ নারী দলও প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বের টিকিট কেটেছে।
চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডের মাঠে বিশেষ ক্যাম্প গড়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এ ক্যাম্পে সব ধরনের সুযোগ-সুবিধা পাচ্ছে মেয়েরা। সেখানে এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করা সিনিয়র ও অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড়রা একসঙ্গে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন।
সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ
সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে আজ আবার বাংলাদেশের মুখোমুখি হবে নেপাল। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে দুদলের ম্যাচটি বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে। চার দলের টুর্নামেন্টে প্রতিটি দল পরস্পরের বিপক্ষে দুবার খেলছে।